মনের শূন্যতা ও অন্ধকার দূর করতে মুসলমান হন মার্কিন নাগরিক ‘আবু হাদি’
“আমার বয়স যখন চার বছর তখন বাবা-মা’র মধ্যে বিবাহ-বিচ্ছেদ ঘটেছিল। বাবা অন্য শহরে চলে যান। তিনি আমাকে, আমার যমজ ভাই ও আমার ছোট বোনকে মায়ের কাছে রেখে যান। আমার মা কঠোর পরিশ্রম করে আমাদের জীবিকা নির্বাহের চেষ্টা করতেন। কিন্তু উচ্চতর শিক্ষার সনদ ও পেশাগত দক্ষতা না থাকায় খুব কম বেতনে সন্তুষ্ট থাকতে হত তাকে। এ […]
ইসলামই বিশ্বের মহৎ ধর্ম, বললেন জাপানি নও-মুসলিম নারী অতসুকুু
২০০১ সালের ১১ ই সেপ্টেম্বরের রহস্যময় হামলার ঘটনাকে কেন্দ্র করে বিশ্বের বহু প্রচারমাধ্যম ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক নেতিবাচক প্রচারণা শুরু করে তখন ইসলাম ধর্মের প্রকৃত চিত্র সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠেন জাপানি যুবতী ‘অতসুকু হুশিনু’। ইসলাম সম্পর্কে ব্যাপক গবেষণা ও জানা-শোনার পর অবশেষে তিনি এই ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন।