সূরা বাকারাহ;(৬৫তম পর্ব)
গত পর্বে আমরা উজাইর নবীর ঘটনা থেকে এটা জানতে পেরেছি যে,কিভাবে আল্লাহ তাঁর মৃত্যুর একশ বছর পর পুণরায় তাকে এ দুনিয়ায় জীবিত করেছিলেন। এ ঘটনার মাধ্যমে আল্লাহ কিয়ামত বা বিচার দিবসে মৃত মানুষদেরকে কিভাবে জীবিত করবেন সেটাই তাঁকে দেখিয়েছিলেন। আজ আমরা হযরত ইবরাহীম (আঃ)-র জীবনের একটি ঘটনা নিয়ে আলোচনা করব।
বিচার দিবসে মানুষের কর্মের মূর্ত প্রতীক
কিছু আয়াত ও রেওয়ায়েতে বলা হয়েছে যে, জান্নাত ও জাহান্নাম আসলে মুমিনের আত্মার জগতের প্রকাশ এবং তার কর্মের মূর্ত প্রতীক; এর অর্থ হলো, জাহান্নামের আযাব ও যন্ত্রণা মানুষের খারাপ কাজের প্রত্যাবর্তন ছাড়া আর কিছুই নয় এবং বেহেশতের নেয়ামত মানুষের ভালো কাজের