সূরা বাকারাহ;(১৪তম পর্ব)
সূরা বাকারাহ’র ৩৪ নম্বর আয়াতে বলা হয়েছে- وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآَدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ “যখন আমি আদমকে সেজদা করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম,তখনই ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। সে (নির্দেশ) পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল। ফলে সে কাফেরদের অন্তর্ভূক্ত হয়ে গেল।”(২:৩৪)
ইসলাম মানুষকে যোগায় আশা, আনন্দ ও উদ্দীপনা: নওমুসলিম জুলি
কখনও কখনও খুব সহজ সরল ঘটনা বদলে দেয় মানুষের ভাগ্য ও জীবনের মোড়। মার্কিন নও-মুসলিম নারী জুলির জীবনই এর উজ্জ্বল দৃষ্টান্ত। ২৩ বছর বয়স্ক জুলি একটি কোম্পানির পক্ষ থেকে এক আরব কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের দায়িত্ব