জর্দানের যে গুহায় আশ্রয় নিয়েছিলেন লুত (আ.)

কাহফে লুত (লুতের গুহা) আধুনিক জর্দানের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা মৃতসাগরের দক্ষিণের গোর আশ-শাফি গ্রামে অবস্থিত। ধারণা করা হয়, নবী লুত (আ.)-কে আল্লাহ নিজ শহর ত্যাগ করার নির্দেশ দিলে তিনি নিজ কন্যা ও অনুসারীদের নিয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘এবং লুতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাকে উদ্ধার করেছিলাম এমন এক […]