ইমাম হুসাইনের (আ) যিয়ারত আয়ুষ্কাল ও রিযিক বৃদ্ধি এবং তা ত্যাগ ও বর্জন আয়ুষ্কাল ও রিযিক কমিয়ে দেয়; প্রথম পর্ব

ইমাম হুসাইনের (আ) যিয়ারত আয়ুষ্কাল ও রিযিক বৃদ্ধি এবং তা ত্যাগ ও বর্জন আয়ুষ্কাল ও রিযিক কমিয়ে দেয়; প্রথম পর্ব
ইমাম হুসাইনের (আ) যিয়ারত আয়ুষ্কাল ও রিযিক বৃদ্ধি এবং তা ত্যাগ ও বর্জন আয়ুষ্কাল ও রিযিক কমিয়ে দেয়; প্রথম পর্ব

হাদীস নং ৪৫৬(১) : আবূ জা’ফার ( ইমাম বাক্বির – আ – ) বলেন : তোমরা আমাদের শিয়াদের ( অনুসারীদের ) ইমাম হুসাইনের (আ) কবর ( মাযার শরীফ ) যিয়ারত করার আদেশ দাও। কারণ , ( যিয়ারত করার উদ্দেশ্যে ) তাঁর ( ইমাম হুসাইন – আ- ) আগমন রিযিক ও রূযী বৃদ্ধি এবং আয়ুষ্কাল দীর্ঘ এবং অনিষ্ট ও অমঙ্গল দূর করে । আর তাঁর ( হুসাইন – আ – ) কাছে আগমন ( যিয়ারত ) হুসাইনের ইমামত যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সে ব্যাপারে স্বীকৃতি দানকারী প্রত্যেক মুমিনের ওপর ফরয ( অবধারিত কর্তব্য ও দায়িত্ব ) ।


কামিলুয যিয়ারাত্ , ৬১ তম অধ্যায় , পৃ : ১৫৮ ; শেখ – ই আকদাম আবূল ক্বাসিম , জাফার ইবনে মুহাম্মাদ ইবনে কূলাওয়াইহ আল – কুম্মী ( মৃ : ৩৬৮ হি ) ।

হাদীস নং ৪৫৭ ( ২ ) মানসূর ইবনে হাযিম বলেন : আমরা তাঁকে ( আ ) বলতে শুনলাম :
( নতুন) বছর চলে আসা সত্ত্বেও যে ব্যক্তি ইমাম হুসাইনের (আ) কবর ( যিয়ারত করতে) আসে না মহান আল্লাহ তার হায়াত ( আয়ুষ্কাল) থেকে এক বছর কমিয়ে দেন ; আর যদি আমি বলতাম যে তোমাদের মধ্য থেকে কোন একজন তার আয়ুষ্কাল পূর্ণ হবার ৩০ বছর আগেই মৃত্যু বরণ করবে তাহলে আমি (আমার এ কথায় ) সত্যবাদী হতাম ; আর এটা এ জন্য যে তোমরা ইমাম হুসাইনের ( আ ) যিয়ারত ত্যাগ করে থাক । অতএব তোমরা তাঁর যিয়ারত ত্যাগ ও বর্জন কর না ; ( যদি তোমরা তাঁর যিয়ারত কর ) তাহলে আল্লাহ তায়ালা তোমাদের হায়াত ( জীবন ও আয়ুষ্কাল) দারায ( দীর্ঘ ) এবং তোমাদের রিযিক বৃদ্ধি করে দেবেন ; আর যখন তোমরা তাঁর যিয়ারত ত্যাগ করবে ( অর্থাৎ যিয়ারত করা থেকে বিরত থাকবে ) তখন আল্লাহ তায়ালা তোমাদের হায়াত ( আয়ুষ্কাল) এবং তোমাদের রিযিক ও রূযী কমিয়ে দেবেন । অতএব, তোমরা তাঁর যিয়ারত করার ব্যাপারে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হও এবং তোমরা তা ত্যাগ কর না । কেননা এ ব্যাপারে হুসাইন ( আ ) মহান আল্লাহর দরবারে , তাঁর রাসূলের ( সা ) কাছে , আমীরুল মুমিনীনের ( হযরত আলী – আ – ) কাছে এবং হযরত ফাতিমার ( আ ) কাছে তোমাদের সাক্ষী হবেন ।
প্রাগুক্ত , পৃ : ১৫৮

হাদীস নং ৪৫৮ (৩) : আবূ আব্দিল্লাহ্ ( ইমাম জাফার সাদিক – আ – ) বলেন : যে ব্যক্তি
হুসাইনের ( আ ) কবর যিয়ারত করে না সে বহু ( অগণিত) কল্যাণ থেকে বঞ্চিত হয় এবং তার জীবন ও আয়ুষ্কাল থেকে এক বছর হ্রাস পায়।
প্রাগুক্ত , পৃ : ১৫৮

অনুবাদ : ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান।

চলবে