শ্রদ্ধেয় মুস্তাবসের জনাব ডক্টর আব্দুল বাকী আল-জাজায়েরির রচিত “তায়াম্মুলাত” গ্রন্থ।

শ্রদ্ধেয় মুস্তাবসের জনাব ডক্টর আব্দুল বাকী আল-জাজায়েরির রচিত “তায়াম্মুলাত” গ্রন্থ।
শ্রদ্ধেয় মুস্তাবসের জনাব ডক্টর আব্দুল বাকী আল-জাজায়েরির রচিত “তায়াম্মুলাত” গ্রন্থ।

এই বইয়ের লেখকের জীবনী সংক্ষিপ্তভাবে দেখুন:

বিখ্যাত পণ্ডিত ও ইসলামবিদ জনাব ডক্টর আব্দুল বাক্বী আল-জাজায়েরি, 1335 হিজরিতে আলজেরিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি তার দেশে Faculty of Educational Sciences  স্নাতক ডিগ্রি অর্জন করতে সফল হন।  1365 হিজরিতে তিনি হক মাযহাবে ধর্মান্তরিত হন।   এরপর তিনি ইরানে চলে যান এবং ডক্টরেট ডিগ্রি অর্জনের সময়, তিনি বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক ক্ষেত্রে মূল্যবান বই রচনায় ব্যস্ত ছিলেন এবং এছাড়াও, স্যাটেলাইট চ্যানেলে উপস্থিত হয়ে, তিনি বিশুদ্ধ ইসলাম এবং শিয়া মতবাদের ধর্মীয় ভিত্তি রক্ষা করেছেন এবং আজ অবধি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বইটির বিষয়বস্তুর সারাংশ:

এই বইটির নাম থেকেই স্পষ্ট যে, লেখক শিয়া, বিশেষ করে ওহাবী সম্প্রদায়ের বিরোধীদেরকে প্রতিফলন ও চিন্তা করার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি তাদের বিশ্বাসের সাথে সম্পর্কিত কুসংস্কারমুক্ত চিন্তার চ্যালেঞ্জের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এই বইটিতে, লেখক এই লোকদের ভুল চিন্তাধারার একটি বৈজ্ঞানিক ও খোলামেলা সমালোচনা প্রদান করেছেন এবং শিয়া মতের শত্রুদের কিছু ধর্মীয় সন্দেহের উত্তরও দিয়েছেন। লেখকের মতে, এই বইটি এমন প্রশ্নের সংক্ষিপ্তসার যা তার জন্য নির্দেশনার আগে উত্তর দেওয়া হয়নি, এবং তার পূর্ববর্তী ধর্মের পন্ডিতরা তাকে উত্তর না দেওয়ার পর তিনি শিয়া মতবাদে ধর্মান্তরিত হয়েছিলেন।

মুস্তাবসেরিন বিশ্ব কেন্দ্র এই বইটি ফারসি ভাষায় অনুবাদ ও মুদ্রণের পরিকল্পনা করেছে।