পবিত্র কুরআন ও নবী (সা.) এবং আমাদের ইমামগণ (আ.) ভাষায়, গুনাহের কথা বিভিন্ন শব্দের মাধ্যমে উল্লেখ করা হয়েছে, যার প্রত্যেকটি গুনাহের কুফলের একটি অংশ প্রকাশ করে এবং গুনাহের বৈচিত্র্য প্রকাশ করে।
আর আল্লাহর পথে ব্যয় কর এবং তোমরা নিজ হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ কর না। এবং উত্তম কর্ম সম্পাদন কর, নিশ্চয়ই আল্লাহ উত্তম কর্ম সম্পাদনকারীদের ভালবাসেন।
(সূরা বাকারা, আয়াত: ১৯৫)
(খবরদার!) আল্লাহকে নিজেদের শপথের লক্ষ্যবস্তুতে (স্বার্থ উদ্ধারের উপকরণ ও হাতিয়ারে) পরিণত কর না, এমনকি এ উদ্দেশ্যে যে, তোমরা পুণ্যকর্ম করবে, আত্মসংযমের পথ অবলম্বন করবে এবং জনসাধারণের মধ্যে সংস্কার সাধন করবে। এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
(সূরা বাকারা, আয়াত: ২২৪)
তোমাদের বিশুদ্ধ উপার্জন এবং যা আমরা ভূমি থেকে তোমাদের জন্য উৎপন্ন করেছি, সবগুলো থেকে (আল্লাহর পথে) ব্যয় কর এবং (খবরদার!) এবং যখন তা থেকে (আল্লাহর পথে) ব্যয় করতে চাও, নিকৃষ্ট বস্তুর সংকল্পও কর না। যে ক্ষেত্রে কেউ যদি এমন ধন তোমাকে প্রদান করতে চায় তবে তুমি চোখ বন্ধ করা ব্যতিরেকে (স্বেচ্ছায়) তা গ্রহণ করতে প্রস্তুত নও।
(সূরা বাকারা, আয়াত: ২৬৭)
(হে মুসলমানগণ!) তোমরা সাক্ষ্য গোপন করবে না, আর যে গোপন করবে তার অন্তর অবশ্যই গুনাহগার হয়েছে। এবং তোমরা যা করে থাক আল্লাহ তা বিলক্ষণ জানেন।
(সূরা বাকারা, আয়াত: ২৮৩)
বিশ্বাসীরা যেন বিশ্বাসীদের ছেড়ে অবিশ্বাসীদের নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ না করে এবং যে তা করবে তার আল্লাহর (সাথে সম্পর্ক) থেকে (উপকৃত হওয়ার) কোন কিছু নেই।
(সূরা আলে ইমরান, আয়াত: ২৮)
যে কউে ইসলাম ছাড়া অন্য কোন র্ধমরে অনুসন্ধান করে তবে তার থকেে তা কখনও গ্রহণ করা হবে না; এবং সে পরকালে ক্ষতগ্রিস্তদরে অর্ন্তভুক্ত হব।
(সূরা আলে ইমরান, আয়াত: ৮৫)
হে বিশ্বাসিগণ! তোমরা যদি যাদের গ্রন্থ দেওয়া হয়েছে তাদের কোন এক দলের আনুগত্য কর (তাহলে) তারা তোমাদের বিশ্বাস আনার পর পুনরায় তোমাদের অবিশ্বাসের দিকে ফিরিয়ে দেবে।
(সূরা আলে ইমরান, আয়াত: ১০০)
জানু. 20 2024
আল্লাহর পথে ব্যয় করার সুফল
পবিত্র কুরআন ও নবী (সা.) এবং আমাদের ইমামগণ (আ.) ভাষায়, গুনাহের কথা বিভিন্ন শব্দের মাধ্যমে উল্লেখ করা হয়েছে, যার প্রত্যেকটি গুনাহের কুফলের একটি অংশ প্রকাশ করে এবং গুনাহের বৈচিত্র্য প্রকাশ করে।
وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ
আর আল্লাহর পথে ব্যয় কর এবং তোমরা নিজ হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ কর না। এবং উত্তম কর্ম সম্পাদন কর, নিশ্চয়ই আল্লাহ উত্তম কর্ম সম্পাদনকারীদের ভালবাসেন।
(সূরা বাকারা, আয়াত: ১৯৫)
وَلَا تَجْعَلُوا اللَّهَ عُرْضَةً لِأَيْمَانِكُمْ أَنْ تَبَرُّوا وَتَتَّقُوا وَتُصْلِحُوا بَيْنَ النَّاسِ
(খবরদার!) আল্লাহকে নিজেদের শপথের লক্ষ্যবস্তুতে (স্বার্থ উদ্ধারের উপকরণ ও হাতিয়ারে) পরিণত কর না, এমনকি এ উদ্দেশ্যে যে, তোমরা পুণ্যকর্ম করবে, আত্মসংযমের পথ অবলম্বন করবে এবং জনসাধারণের মধ্যে সংস্কার সাধন করবে। এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
(সূরা বাকারা, আয়াত: ২২৪)
وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ
তোমাদের বিশুদ্ধ উপার্জন এবং যা আমরা ভূমি থেকে তোমাদের জন্য উৎপন্ন করেছি, সবগুলো থেকে (আল্লাহর পথে) ব্যয় কর এবং (খবরদার!) এবং যখন তা থেকে (আল্লাহর পথে) ব্যয় করতে চাও, নিকৃষ্ট বস্তুর সংকল্পও কর না। যে ক্ষেত্রে কেউ যদি এমন ধন তোমাকে প্রদান করতে চায় তবে তুমি চোখ বন্ধ করা ব্যতিরেকে (স্বেচ্ছায়) তা গ্রহণ করতে প্রস্তুত নও।
(সূরা বাকারা, আয়াত: ২৬৭)
وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ
(হে মুসলমানগণ!) তোমরা সাক্ষ্য গোপন করবে না, আর যে গোপন করবে তার অন্তর অবশ্যই গুনাহগার হয়েছে। এবং তোমরা যা করে থাক আল্লাহ তা বিলক্ষণ জানেন।
(সূরা বাকারা, আয়াত: ২৮৩)
لَا يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ
বিশ্বাসীরা যেন বিশ্বাসীদের ছেড়ে অবিশ্বাসীদের নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ না করে এবং যে তা করবে তার আল্লাহর (সাথে সম্পর্ক) থেকে (উপকৃত হওয়ার) কোন কিছু নেই।
(সূরা আলে ইমরান, আয়াত: ২৮)
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
যে কউে ইসলাম ছাড়া অন্য কোন র্ধমরে অনুসন্ধান করে তবে তার থকেে তা কখনও গ্রহণ করা হবে না; এবং সে পরকালে ক্ষতগ্রিস্তদরে অর্ন্তভুক্ত হব।
(সূরা আলে ইমরান, আয়াত: ৮৫)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تُطِيعُوا فَرِيقًا مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ يَرُدُّوكُمْ بَعْدَ إِيمَانِكُمْ كَافِرِينَ
হে বিশ্বাসিগণ! তোমরা যদি যাদের গ্রন্থ দেওয়া হয়েছে তাদের কোন এক দলের আনুগত্য কর (তাহলে) তারা তোমাদের বিশ্বাস আনার পর পুনরায় তোমাদের অবিশ্বাসের দিকে ফিরিয়ে দেবে।
(সূরা আলে ইমরান, আয়াত: ১০০)
By bn • অন্যান্য, মুস্তাবসেরগণের প্রবন্ধ এবং মতামত 0 • Tags: আল্লাহ, ইমাম, উত্তম, কুরআন, গুনাহ, জিনিস, ধ্বংস, নবী, পবিত্র, ভাষা, মূল্যহীন, সর্বজ্ঞ